৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে বিমানের প্রথম ফ্লাইট। সৌদি আরবের পথে রয়েছে তৃতীয় ফ্লাইট। এ পর্যন্ত ঢাকা ছেড়েছেন ১১শ’ হজ যাত্রী। এদিকে, ভিসা জটিলতায় প্রথম দিনের ফ্লাইটে যেতে পারেননি ১৪০ জন। তাদের অন্য ফ্লাইটে পাঠানো হবে বলে জানিয়েছে হজ অফিস।
শনিবার মধ্যরাত থেকে রোববার পর্যন্ত প্রথমদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫টি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় ১১শ’ হজযাত্রী। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানের প্রথম ফ্লাইটে ৪১৫ জন ও দ্বিতীয় ফ্লাইটে ৪১৪ জন হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। রোববার দুপুরের ফ্লাইটে ৪১৫ যাত্রী মধ্যে ১৪০ জনের ভিসা না হওয়ায় যেতে পারেননি। তবে তাদের ভিসা জটিলতা কেটে গেছে এবং অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক।
এর আগে শনিবার মধ্যরাতের পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এবারের হজ যাত্রায় দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এ বছর বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন এক লাখ ২২ হাজার ২২১ জন। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী দোসরা জুলাই, আর শেষ হবে তেসরা আগস্ট।