প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব এখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝুলিতে। একদিনের ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ৩৫ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ (সোমবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি।
এর আগে ব্যাটে-বলে সারা বিশ্বে নিজেকে চিনিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ড খাতায় নাম লেখালেন নতুন এই রেকর্ডের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ছিল ২৯৬। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই তারকা অলরাউন্ডার। ১৪তম বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সাকিব।
এর আগে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১৩ জন ৩০০ উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন লঙ্কান মুত্তিয়া মুরলিধরন। এছাড়া ৩৫৬ ম্যাচে ৫০২ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ২৬২ ম্যাচে ৪১৬ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন। ২২৭ ম্যাচে ৩০০ উইকেট নিয়ে এই তালিকার ১৪ নম্বরে বিশ্বসেরা অলরাউন্ডার।
২০০৬ সালের ৬ই অগাস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিবের। ২০১০ সালে সাকিব নেন শততম উইকেট। বাঁহাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার হলেন সাকিব আল হাসান।