জন্মদিনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে মাইলফলক থেকে ১৪ রান পেছনে ছিলেন তামিম। আজ  (সোমবার) সিলেটে নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন তামিম। সবমিলিয়ে ৪০তম ক্রিকেটার ও ১৪তম বাঁহাতি ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তামিম।

মাইলফলকের ম্যাচে তামিম অবশ্য আউট হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। ৪ চারে ৩১ বলে ২৩ রান করার পর লিটনের সঙ্গে সিঙ্গেল নিতে গিয়ে অ্যাডেইরের সরাসরি থ্রোতে রান আউট হন তিনি।  এই ব্যাটার প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে ৬৯ টেস্ট খেলে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরিতে ৫ হাজার ৮২, ওয়ানডেতে ২৩৬ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৫৫ হাফ সেঞ্চুরিতে ৮ হাজার ১৬৯ ও ৭৮ টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরিসহ ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম।

তামিমের পর ১৩ হাজারের ওপর রান আছে দুজনের। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন তারা।