জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। আগামী ১৬ থেকে ১৮ই ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সফরে দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

২০২৪ সালের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখের একটি হোটেলে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) অনুষ্ঠিত হবে।

এই সম্মেলন আবারও বিশ্বের সবচেয়ে জরুরি নিরাপত্তা চ্যালেঞ্জগুলো নিয়ে উচ্চ পর্যায়ের বিতর্কের অনন্য সুযোগ করে দেবে বলে জানিয়েছেন আয়োজকরা।