অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পরস্পরের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই ছিল প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে প্রথম সাক্ষাৎ। তারা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির প্রথম সাক্ষাৎ। তারা প্রায় এক ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলাপ করেন।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর দুদিন পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।