ক্যানসারে মারা গেলেন বলিউডের খ্যাতনামী কৌতুকাভিনেতা অতুল পারচুরে । পাঁচ দিন আগে গুরুতর অসুস্থ হওয়ায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে।

সোমবার হাসপাতালেই মারা যান তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এক বছর আগে স্বাস্থ্য পরীক্ষার পর যকৃতে ক্যানসারের কথা জানতে পেরেছিলেন অতুল। তাঁর যকৃতে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের টিউমার ধরা পড়ে।

দ্রুত সুস্থ হয়ে ওঠার তাগিদে চিকিৎসা শুরু করাতে চেয়েছিলেন অতুল।

প্রায় তিন দশক ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন অতুল। হিন্দি ফিল্মজগতের পাশাপাশি মরাঠি ধারাবাহিকের জগতেও কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগনের মতো তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অতুল।

চলতি বছরের এপ্রিল মাসে মরাঠি থিয়েটারে অবদানের জন্য অতুলকে পুরস্কৃত করা হয়েছিল। বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন তিনি।