তীব্র দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে বিভিন্ন ধাপে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়। প্রাক-প্রাথমিক ছাড়া রোববার থেকে প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস চালু হয়েছে। এদিন শিক্ষার্থীদের উপস্থিতি বেশ ভালো ছিল।

সোমবার (৬ই মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর রোববার (২৮শে এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলে যায়। তবে ক্লাসের সময় কমিয়ে আনা ও প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা হয়।

তবে সাত দিন পর আজ ০৭ই মে থেকে সব সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রম,  প্রাক্‌-প্রাথমিক শ্রেণির কার্যক্রম ও  অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) আবার শুরু হয়েছে।