ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। রোববার (১৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জি এম কাদেরের মনোনয়ন পত্র প্রত্যাহার জমা দেওয়া হয়।
তবে জিএম কাদের ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও তিনি রংপুর-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছেন। সেই আসনে তার প্রার্থিতা এখনো বহাল রয়েছে। বিকেল চারটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। অপর আসন থেকেও তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে ২৮৩ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি (জাপা)। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে একথা জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এদিন সকালে বনানীতে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরপর দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, আমরা নির্বাচনী পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা করব নাকি করব না, তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। জাতীয় পার্টি নির্বাচন করবে নাকি করবে না, তা বিকেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে। দলের চেয়ারম্যান জিএম কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন।