কমলা হ্যারিসের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। পাশাপাশি আবারো মুদ্রাস্ফীতি ও অভিবাসন ইস্যু নিয়ে বাইডেন প্রশাসনকে আক্রমণ করেন ট্রাম্প।
পেনসিলভেনিয়ার অ্যালেন্টাউনে এই প্রচারণা সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প । প্রেসিডেন্ট নির্বাচনে এটি এমন একটি গুরুত্বপূর্ণ রাজ্য যার ফলাফল প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তব্যের শুরুতে ট্রাম্প জিজ্ঞাসা করেন- চার বছর আগের তুলনায় তারা ভালো আছেন কিনা। এরপর একে একে তিনি তার নির্বাচনী প্রতিশ্র“তিগুলো পুনরাবৃত্তি করেন। তার বক্তব্যে আবারও উঠে আসে মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু।
ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের নিন্দা করে বলেন, কমলা আমাদের লজ্জিত করেছে। তার মাঝে নেতৃত্বের যোগ্যতা নেই। এসময় তাকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।