কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বিপুল ঘোষের সহধর্মিণী স্মৃতি কণা ঘোষের শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ষিয়ান এই নেতাকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান দলটির সকল পর্যায়ের নেতা কর্মীরা।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে বিপুল ঘোষের বাড়িতে স্মৃতি কণা ঘোষের শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের সভাপতি আওয়ামীলীগ নেতা এ.কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, সিনিয়র সহ সভাপতি শামীম হক, জেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি যশোদা জীবন দেবনাথসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
গত ৩০ শে সেপ্টেম্বর স্মৃতি কণা ঘোষ ডায়াবেটিক ও শ্ববাকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগের ফরিদপুর অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মীদের সমাগম ঘটে। সেখানে আরো উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিমচন্দ্র ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সমীর বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুর আলী, যুবলীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান, জেলা শ্রমিক লীগ সভাপতি আক্কাছ হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশিদ চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মো. সুলতান মাহমুদ।