আসন্ন ভোটের প্রচারণায় ফরিদপুর পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর দুইটার দিকে শেখ হাসিনা সড়কপথে পৌছান। সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে জনসভায় বিকেল ৩.১৫ মিনিটে যোগ দিন তিনি।
জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় যোগ দিতে মঙ্গলবার (জানুয়ারি ০২) সকাল থেকে রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন মানুষ।
সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজেন্দ্র কলেজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক।
নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, মাথায় রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকা।
জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক। ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনের নৌকার প্রার্থীরাও উপস্থিত থাকবেন।
শেখ হাসিনার আগমন ঘিরে পুরো ফরিদপুর শহরে উৎসবের আমেজ, গোটা শহরে সাজ সাজ রব। সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকেরা।
আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের রঙিন পোশাক, রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকার বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ এলাকা।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জনসভা উপলক্ষ্যে একদিকে অবস্থিত স্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী বানানো হয়েছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।
সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজার নেতাকর্মীসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
আগামী রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেন ২০ ডিসেম্বর থেকে। ওইদিন তিনি হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন।
এরপর রংপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রংপুর, বরিশাল সফর করেন। এছাড়া বেশ কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভা করেন।