মহেশখালীর মাতারবাড়িতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি ‘কালো পোয়া’ মাছ। মাছটির ওজন ২৮ কেজি। বৃহস্পতিবার রাতে সাগরে মাতারবাড়ির জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

এরপর রোববার মাছটি মাতারবাড়ির সাইরারডেইল বাজারে মাছের মহালে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়। পরে ক্রেতারা চট্টগ্রামে নিয়ে গিয়ে মাছটি দ্বিতীয় দফায় বিক্রি করেন বলে জানা যায়।

জানা যায়, মাতারবাড়ি সাইরারডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের মালিকানাধীন একটি ট্রলার গত কয়েক দিন আগে মাঝি-মাল্লা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে গভীর সাগরে তার ট্রলারের জেলেদের জালে ২৮ কেজি ওজনের পোয়া মাছটি ধরা পড়ে। ট্রলারটি রোববার সকালের দিকে উপকূলে ফিরে আসে।

৭ লাখ টাকায় মাছটি ক্রেতাদের একজন মাতারবাড়ির সাইরারডেইল এলাকার বাদশা সওদাগর। তিনি জানান, তারা ৮ জন মিলে মাছটি কিনে নেওয়ার পর তা চট্টগ্রামের মাছের পাইকারি হাটে নিয়ে যান। সেখানে ফিশারি ঘাটে অল্প লাভ করে তারা মাছটি বিক্রি করে দেন। তবে ঠিক কত টাকায় চট্টগ্রামে মাছটি বিক্রি হয়েছে তিনি তা জানাতে রাজি হননি।

এ বিষয় মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, বন্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছেন জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরাও উপকৃত হচ্ছেন। এর আগেও বড় বড় পোয়া মাছ পেয়ে অনেক জেলের কপাল খুলে গেছে। তবে এটিই সবচেয়ে বড় পোয়া মাছ, যা মহেশখালীর জেলেদের জালে ধরা পড়ল।