সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে আজ সোমবার (১৯শে সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
২০১৬ সালে সবশেষ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে বাংলাদেশ। সেবার ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবারের আসরে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।নেপালের বিপক্ষেও জয়ের দাপট ধরে রেখে প্রথমবার নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায় লাল-সবুজের মেয়েরা।
অন্যদিকে, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান রানার্সআপ নেপালও মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে। বিকেল সোয়া ৫টায় ম্যাচটি শুরু হবে।