বিশ্বভ্রমণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিশ্বকাপের সোনালি ট্রফি। এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ট্রফিটি।
বর্ণাঢ্য এই ট্রফি ট্যুর কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের মাঝে বইছে ব্যাপক উচ্ছ্বাস। তবে নিরাপত্তার খাতিরে এবং বিশেষ ব্যবস্থাপনায় এবার সবাই ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকা-কোলার বিশেষ ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীরাই ট্রফিটি কাছ থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

গত ৮ জানুয়ারি এই ক্যাম্পেইনটি শেষ হয়েছে। যারা নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কুইজে অংশ নিয়ে ‘বিশেষ পাস’ জিতেছেন, তারাই এই এক্সক্লুসিভ আয়োজনের অংশ হতে পারবেন।
বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম জানান, “আজ এক দিনই থাকবে সংক্ষিপ্ত সফরে। আমাদের যেটা বলা হয়েছে ১০টায় আসবে। এয়ারপোর্ট থেকে সোজা ওটা হোটেলে চলে যাবে। হোটেলে পাঁচ ঘণ্টার ভিউয়িং আছে। এরপরে আর কিছু নেই।
“তারপর ওটা আবার রেস্টে চলে যাবে। রাতে আবার ওটা কোকের নিজস্ব একটা অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে যাবে। তারপর চলে যাবে। যে ফ্যানরা কোক কিনে রেজিস্ট্রেশন করে একটা প্রসেসের মাধ্যমে সিলেক্ট হয়েছে তারাই ছবি তোলার সুযোগ পাচ্ছে। এটা নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফও নেই।”












