ফিলিস্তিন ও লেবাননে আর কোনো ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বৈশ্বিক শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য ব্রিকস সদস্য দেশগুলোকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেরনের তৃতীয় দিনে এ আহ্বান জানিয়েছেন শি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে এবং লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।
তার মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনও এসময় ব্রিকস শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া, আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্থিরতার মাঝেও ইরানের প্রতি চীনের সমর্থন অব্যাহত রাখার আশ^াস দিয়েছেন শি জিনপিং।
ব্রিকস আয়োজক কমিটি আগেই ঘোষণা করেছিল, এবারের সম্মেলনে ৩৬টি দেশ অংশ নেবে, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২২টি দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন।
এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার দেশগুলোর নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নিয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।