রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক প্লেমেকার, বিশ্বকাপজয়ী সাবেক জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল সবধরনের ফুটবল থেকে অবসর নিয়েছেন। মঙ্গলবার ৩৪ বর্ষী তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি জানিয়ে দেন।

ওজিল টুইটারে লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর, পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলার সুযোগ পাওয়ায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাম্প্রতিক সময়ের ইনজুরি আমাকে স্পষ্ট করেছে ফুটবলের বড় মঞ্চ ছাড়ার সময় হয়েছে।’

ক্লাব সতীর্থ ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ফুটবল ক্যারিয়ার চলাকালীন সময়ে অসাধারণ কিছু অনুভূতি ও মুহূর্ত রয়েছে যা ভোলার নয়। শালকে০৪, ভের্ডার ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেরেনবাচ ক্লাবসহ কোচ ও সতীর্থদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ আমার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের।’

ক্লাব ফুটবলে ওজিল রিয়ালের হয়ে লা লিগা, কোপা ডেল রে, আর্সেনালের হয়ে চারবার এফএ কাপ, ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা জিতেছেন। ২০১৮ বিশ্বকাপে জার্মানি গ্রুপপর্বের বাধা অতিক্রম করতে না পারায় সমালোচনার শিকার হয়ে জাতীয় দল থেকে অবসরে যান তিনি।