বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করতে আগ্রহী আর্জেন্টিনার ফুটবল ক্লাব ‘অ্যাথলেটিকো রিভারপ্লেট’। এদেশে একটি একাডেমি নির্মাণের আগ্রহ দেখিয়েছে ক্লাবটি। পাশাপাশি বাংলাদেশ থেকে ফুটবলারদের আর্জেন্টিনায় নিয়ে উন্নত প্রশিক্ষণ দেবার ইচ্ছে প্রকাশ করেছে। এ লক্ষ্যে আজ (সোমবার) রাজধানীতে বাংলাদেশের শীর্ষ ৪টি ক্লাবের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন অ্যাথলেটিকো রিভারপ্লেট ক্লাবের কর্মকর্তারা।
লাতিন আমেরিকার অন্যতম সফল ক্লাব ‘অ্যাথলেটিকো রিভারপ্লেট’। সেই ক্লাবের ন্যাশনাল ও আন্তর্জাতিক ফুটবল বিভাগের সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসেছেন বাংলাদেশ সফরে। এখানে গড়তে চান একটি ফুটবল একাডেমি। লাতিন আমেরিকার বাইরে শুধুমাত্র স্পেনে তাদের একাডেমি রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের শীর্ষ চারটি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশি খেলোয়াড়দের মান বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে রিভারপ্লেট। পাশাপাশি কোচদের উন্নতমানের প্রশিক্ষণের জন্য সার্বিক সহায়তার প্রস্তাব দিয়েছে।
উল্লেখ্য, সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের ৮ সদস্য ফুটবলার এই ক্লাব থেকেই উঠে এসেছেন। আলভারেজ, রদ্রিগেজ, আরমানির মতো খেলোয়াড় গড়ে তুলেছে অ্যাথলেটিকো রিভারপ্লেট। প্রাথমিক পর্যায়ের আলোচনায় বাংলাদেশ ও আর্জেন্টিনা যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।