ভারতের কেরালার কালিকটে ২৫তম ওয়ার্ল্ড ফুটভলি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ও পুরুষ ফুটভলি দল অংশগ্রহণ করছে। ২৩শে ফেব্রুয়ারি থেকে ৪ দিনব্যাপী ১৬ দেশের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট। বুধবার ভারতের উদ্দেশ্যে রওয়া দেয় ৮ সদস্যের বাংলাদেশ দল। এদেরমধ্যে ৬ জন খেলোয়াড় এবং দু’জন কোচ ও কর্মকর্তা। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি)-এর পৃষ্ঠপোষকতা করছে।
বাংলাদেশ ছাড়াও এবার অংশ নিচ্ছে সিরিয়া, জর্ডান, রোমানিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিউনিসিয়া, নেপাল, ইরাক, ভারত (এ), ভারত (বি), নেদারল্যান্ডস, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টার্গেট সম্পর্কে বলেন, আমাদের প্রস্তুতি ভালো। টার্গেট ভালো খেলা উপহার দিবো। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করব। নির্দিষ্ট করে বললে আমাদের টার্গেট সেমিফাইনাল খেলা। যদিও ফ্রান্স, রোমানিয়া, ভারত, হল্যান্ডের মতো শক্তিশালী দল খেলবে এখানে বলেও জানান তিনি।