ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ছয়জন হয়েছেন। যদিও প্রথম দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল পুলিশ। নিহতদের মধ্যে ট্রাকের চালক, সহকারীসহ তিন বন্ধু রয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত পাওয়া খবরে নিহতরা হলেন – বরিশালের উজিরপুরের কাউয়ারান্থা এলাকার আবুল হাওলাদারের ছেলে ও দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মো. মিজান (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার মনোহর পুর গ্রামের আমিন হোসেনের ছেলে আবুল খায়ের মিয়া (৪০) ও তার ছেলে আশিক (১৪)। তারা বাবা- ছেলে দুইজন ওই ট্রেনের যাত্রী ছিলেন এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের নুরুল হকের ছেলে দিল মোহাম্মদ (২৩), একই গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্ম রিপাত (১৭) ও মোহাম্মদ ইয়াসিনের ছেলে মো. সাজ্জাদ (১৮)।
তারা কুমিল্লার হাসানপুর স্টেশন থেকে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ঈদের বাজার জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, কুমিল্লার চৌদ্দগ্রামের এ তিনজনসহ ট্রেন-ট্রাক দুর্ঘটনায় ৬ জন নিহতের সত্যতা নিশ্চিত করেন।
আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম রেলপথের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন ও মুহুরিগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।
শাকতলা গ্রামের বাসিন্দা আবদুল মালেক জানান, তারা ১১ বন্ধু এক সাথে ঈদের বাজার করার জন্য চট্টগ্রাম যাচ্ছিলেন দুর্ঘটনায় ৩ জন মারা যাওয়ার পর অন্য বন্ধুরা তাদের লাশ নিজ গ্রামে নিয়ে যায়। লাশগুলো গ্রামে পৌঁছার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারগুলো শোকে হত-বিহ্বল হয়ে যায়। বিকেলে তাদের লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফেনী রেলস্টেশন ক্যাম্প জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান, ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে দুইজন এবং একজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
দুইজন ঘটনাস্থলে এবং একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।
ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর তাঁর জানা নেই। তবে দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন বলে তিনি জানান।
রেলওয়ের পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমি পেয়েছি, ঘটনাস্থলে ট্রাকচালক ও সহকারী এবং হাসপাতালে আশিক নামে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ তবে চৌদ্দগ্রামের তিনজন নিহত হওয়ার খবর তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ফেনী রেলওয়ের স্টেশনমাস্টার ইমাম উদ্দিন সেন্টু।