ইনজুরির সাথে যেন গভীর বন্ধুত্ব পাতিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ইনজুরি যেন পিছু ছাড়ছে না নেইমারকে। বেশি সময় ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে।
গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমার জুনিয়রকে। গত মাসেই ফিরেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে। অনেকেই যখন আরও একবার মাঠে নেইমারের ফেরা উদযাপনের অপেক্ষায়, তখনই আরও একবার ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইস্তেঘাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল হিলাল। সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচের হ্যাটট্রিকে বড় জয় পায় তারা। তবে বড় জয়ের দিনেও আল হিলালের জন্য হতাশার কারণ নেইমারের ইনজুরি।
ম্যাচের ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। কিন্তু কিছুক্ষণ পরই পেনাল্টি এরিয়ায় বলের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ ইনজুরিতে পড়েন। ডান পায়ের পিছনের অংশে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ মাঠে শুয়ে পড়েন। এরপরেই কোচ তাকে বেঞ্চে ফিরিয়ে নেন।
এই ম্যাচে আল-হিলালের জয়ের মূল কারিগর ছিলেন সার্বিয়ান স্ট্রাইকার আলেক্সান্ডার মিত্রোভিচ, যিনি হ্যাটট্রিক করেন। এই জয়ের মাধ্যমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে শীর্ষস্থানে অবস্থান করছে আল-হিলাল।
নেইমার পিএসজি থেকে আল-হিলালে যোগ দেন ২০২৩ সালে। তিনি এক বছর পর প্রথমবারের মতো ২১ অক্টোবর আল-হিলালের হয়ে মাঠে নামেন। তবে সৌদি প্রো লিগের ম্যাচগুলোতে তার নিবন্ধন জানুয়ারি পর্যন্ত সম্ভব নয়, তাই কেবল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেই তিনি খেলার সুযোগ পাচ্ছেন।
নেইমারের ইনজুরি থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার করতে চায় আল-হিলাল। এর অংশ হিসেবে তাকে ধীরগতিতে মাঠে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ব্রাজিল দলের কোচ দরিভালও নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তনে সময় নিতে চাচ্ছেন, যাতে তার ওপর কোনো চাপ সৃষ্টি না হয়। এর ফলে নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়নি।
ব্রাজিল বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে, ১০ ম্যাচ শেষে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে।