ফারহান আখতারের আগামী ছবি জি লে জ়রা বেশ কিছুদিন ধরে নানান কারণে জল্পনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ছবির কাজ শেষ করা সম্ভব হয়নি এখনও। ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডের ৩ বাঘা অভিনেত্রীকে। আলিয়া ভাট, কাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া তিন স্টারেরই থাকার কথা ছিল এই ছবিতে। তবে একের পর এক কারণে শিডিউল ক্রমেই পিছিয়ে যাচ্ছে ছবির। কখনও কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রিয়াঙ্কার হলিউড প্রজেক্ট, কখনও আবার আলিয়া ভাটের ছবির শুটিং। সব মিলিয়ে কিছুতেই যেন এই ছবির কাজ শেষ করে হয়ে ওঠা হচ্ছে না ফারহান আখতারের।
তবে সম্প্রতি জানা গেছে, ফারহান এই ছবিটি আপাতত স্থগিত রাখছেন। কী কারণে এই সিদ্ধান্ত তা প্রকাশ্যে না এলেও গুঞ্জন, প্রিয়াঙ্কা চোপড়া ছবিটি থেকে সরে এসেছেন।
মুভিফাইড বলিউডের ট্যুইটারের একটি পোস্ট অনুয়ায়ী, প্রিয়াঙ্কা চোপড়া এই ছবি থেকে সরে দাঁড়ানোর ফলে তার জায়গায় কিয়ারা আদভানিকে ভাবা হচ্ছে। অভিনেত্রী বা চলচ্চিত্র নির্মাতার কেউ অবশ্য এই বিষয়টি নিয়ে এখন মুখ খোলেননি। তবে এ বিষয়ে অবশ্য নানাজনের নানা মত। বহু সিনেপ্রেমী ইতোমধ্যেই জানিয়েছেন, তাদের মতে কে সেরা! অনেকেই বলেছেন, আনুশকা শর্মাকে এই চরিত্রে ভাবা যেতে পারে। আবার অনেকের মতে দীপিকা পাড়ুকোনই সেরা।
এর আগে বলিউড হাঙ্গামা সূত্রের খবর অনুয়ায়ী জানায়, তারকাদের তারিখ নিয়ে সমস্যা থাকার দরুন এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে তাদের একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তাই ছবিটিকে আপাতত স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া ২০২৩ সালে শুটিংয়ে ডেট দিতে পারেননি। হলিউডের তার কাজ চলছিল।