বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। এ দিনটি মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। হিজরি ১৪৪৫ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণ করা হবে আগামী কাল (শুক্রবার)।

দিনটি উপলক্ষে আগামী শনিবার ( ১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজন করা হয়েছে আলোচনা ও দোয়া মাহফিলের। এদিন সন্ধ্যা সাত টায় ফ্লোরিডার দারুল উলুম ইন্সটিটিউটে বয়ান দিবেন সাইফুল আজম আল-আজহারী।  উক্ত মাহফিলে সব ধর্ম প্রাণ মুসলমান ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।