যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একতারা ফ্লোরিডা আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে “একতারা রবীন্দ্র ও নজরুল জয়ন্তী” উদযাপন করা হয়েছে ।
স্থানীয় সময় শনিবার (২০ মে) আয়োজিত অনুষ্ঠানে ফ্লোরিডায় নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল, বীর মুক্তিযোদ্ধাগণ, ফ্লোরিডাস্থ বাংলাদেশ কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, মিডিয়া ব্যক্তিবর্গসহ বাংলাদেশ কমিউনিটির প্রায় ৬ শত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কনস্যুলেট জেনারেল শুরুতে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। কনস্যুলেট জেনারেল তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম-কে বাংলাদেশ তথা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন এবং বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে তাঁদের অবদান চিরস্মরনীয়। রবীন্দ্র-নজরুলের চিন্তা চেতনা ও দর্শন বিশ্ব শান্তি, সাম্য-ঐক্য প্রতিষ্ঠায় বর্তমান বিশ্ব বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক ও কার্যকরী বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে একতারার নিজস্ব শিল্পীসহ স্থনীয় শিল্পীদের সম্বনয়ে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, কবিতা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ বাংলাদেশের প্রথিতযশা, স্বনামধন্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীত পরিবেশনা।
এসময় একতারা ফ্লোরিডার সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপনের সাথে বলেন যে বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব রূপে গ্রাহ্য রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন এবং এর পরেই আরেক দিকপাল খ্যাত কাজী নজরুল ইসলামের আগমন বাংলা সাহিত্য থেকে সমাজের প্রতিটি স্তরের বিনির্মাণে বাঙালি আজও ঋণী এই দু’জনের কাছে। তারা ছিলেন নতুন যুগের বার্তাবাহী। উজ্জীবনের শক্তিধারী। দু’জনকেই বলা যায়, রেনেসাঁর পথ প্রদর্শক।