স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে ফ্লোরিডায়। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ই আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনস্যুলেট জেনারেল অফ মায়মীর আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন কনস্যুলেটের কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।