যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথম বারের মত বিলিওর্ড টুর্নামেন্ট জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ রা আগস্ট রোববার। বাংলাদেশ বিলিয়ার্ড অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা (বিবিএএফ) এর আয়োজনে স্বাধীনতা পুল টুর্নামেন্টে এ অংশ নিয়ে আপনার দক্ষতা দেখান, পুরস্কারের জন্য প্রতিযোগিতা করুন এবং মজা করুন!

গ্রোভার্স ২.০ ১২২ উত্তর মিলিটারি ট্রিল #সি, ওয়েস্ট পাম বিচ এ অনুষ্ঠিত এই পুল টুর্নামেন্টের জন্য দরজা খোলা থাকবে সকাল ৯:৩০ থেকে বিকেল ৫:০০ পর্যন্ত। প্রবেশ ফি: $৫০, নতুন সদস্য: $২৫।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন $১০০০, দ্বিতীয় স্থান $৫০০ ও তৃতীয় স্থান $২৫০।

এখনই রেজিস্ট্রেশন করুন!

সাইমন (বিবিএএফ-এর প্রশাসক): ৩৪৭ ২৮৫ ৩৭৬৮

নিবন্ধনের শেষ তারিখ: ১লা আগস্ট, ২০২৫

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এফবি টিভি ও এফবি নিউজ ২৪৭.কম।

উল্লেখ্য, বাংলাদেশ বিলিয়ার্ড অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা (বিবিএএফ) ক্লাবটি  জুন ২০২৪ গঠিত  হয়। এর সভাপতি সাবের সাইফুল্লাহ। প্রায় ৩৫ জন বর্তমান সদস্য, প্রতি সোমবার টুর্নামেন্টে অংশগ্রহণ করে।