যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফ্রেন্ডস এন্ড ফ্যমিলি এর আয়োজনে আয়োজিত হতে যাচ্ছে কনসার্ট। আগামী ২৫শে অক্টোবর (শনিবার) বিকাল ৫টা কোরাল স্প্রিং হাই স্কুল অডিটোরিয়াম মাতাবেন গায়ক ও ‘দলছুট’ ব্যান্ডের ভোকাল বাপ্পা মজুমদার। অনেক বছর পর গানে গানে মার্কিন মুল্লুক মাতাবেন এই গায়ক।
কনসার্টের টাইটেল স্পন্সর হিসাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ডাঃ এ ডি আর শারিন এবং তাহারই ডাক্তারী ফার্ম সেরেনিটি। সেই সাথে আরও স্পন্সরদের সহায়তা আসরটি জমে উঠবে বলে আশাবাদী ।
ফ্রেন্ডস এন্ড ফ্যমিলির আয়োজিত কনসার্টের বিশেষ আকর্ষণ হচ্ছে বিনামূল্যে প্রবেশে ফি। এতবড় কনসার্ট আয়োজন এর আগে কখনোই বিনামূল্যে হয়নি। যা ফ্রেন্ডস এন্ড ফ্যমিলি করতে যাচ্ছে। এর ফলে স্থানীয়দের মধ্যে আলোচনায় রুপ নিয়েছে। এখানকার বাংলা সংগীতপ্রেমীরা বাপ্পা মজুমদারের গান সরাসরি শোনার অপেক্ষায় আছেন।
এবারের ট্যুরে বাপ্পা মজুমদার তার ব্যান্ড দলছুটের সব সদস্যকে নিয়ে যাচ্ছেন। দলছুটের বর্তমান লাইনআপে রয়েছেন— বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।
এদিকে ফ্লোরিডা ছাড়াও ‘দলছুট’ ব্যান্ড সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্রে আসছেন সংগীত সফরে। যেখানে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ আমেরিকার অন্তত ১০টি শহরে গান পরিবেশন করবেন তিনি।
আরো জানতে ২৫ শে অক্টোবর পর্যন্ত চোখ রাখুন এফবিনিউজের পেজে।
‘দলছুট’ ব্যান্ডের এবারের যুক্তরাষ্ট্রের সফরের তালিকা
২০ সেপ্টেম্বর – র্যালি, নর্থ ক্যারোলিনা
২৭ সেপ্টেম্বর- ডিএমভি, ডিসি
২৮ সেপ্টেম্বর – লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
৪ অক্টোবর – ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া
৫ অক্টোবর – প্যাটারসন, নিউ জার্সি
১১ অক্টোবর – ডালাস, টেক্সাস
১২ অক্টোবর – সান জোসে, ক্যালিফোর্নিয়া
১৭ অক্টোবর – অস্টিন, টেক্সাস
১৮ অক্টোবর – নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক
১৯ অক্টোবর – আটলান্টা, জর্জিয়া
২৪ অক্টোবর – হিউস্টন, টেক্সাস
২৫ অক্টোবর-সাউথ পাম বিচ, ফ্লোরিডা
১ নভেম্বর – বোস্টন, ম্যাসাচুসেটস
২ নভেম্বর – ওয়ারেন, মিশিগান