যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজন করা হয়েছে ইস্ট কোস্ট ফ্লোরিডা মিউজিক ফেস্ট ২০২৩। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা তেকে রাত ১১টা পর্যন্ত ফ্লোরিডার বয়ন্টন বিচ কমিউনিটি হাই স্কুল প্রাঙ্গণে লাইভ অনুষ্ঠানে অংশ নেবেন তপন চৌধুরী, রবি চৌধুরী, বিউটি দাশ, তানজিন তিশা, বিন্দু কণা, পবন দাস ও তার দল। সেখানে অনেক গান আর ভরপুর বিনোদনে আড্ডা দেবেন তারা।

প্রবাসী বাঙালি ও স্থানীয় সঙ্গীতপ্রেমীদের জন্য এই আয়োজন। এই সঙ্গীত উৎসবের সুবাদে অনেক দিন পর দেশীয় তারকাদেরে এক সঙ্গে অনেককে দেখার সুযোগ।

অনুষ্ঠানটির প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ ডলার। এর মিডিয়া পার্টনার এনটিভি।

শুভেচ্ছান্তে- অনিক-(561) 846 9982, পল্লব-(954) 907 3841, মিথেল-(954) 608 9796, রনি-(561) 294 1610