হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নর্থ ক্যারোলিনায় ঝড়ের সময় দুর্ঘটনাজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ।
সিএনএন জানিয়েছে, ইয়ানের আঘাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডায়। ভেঙে পড়েছে রাজ্যটির যোগাযোগ ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। হারিকেনের কারণে সৃষ্ট বন্যায় বহু সড়ক ধসে গেছে।
ইয়ানের কারণে শনিবার পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়।
ইয়ানের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফ্লোরিডার শার্লট ও লি কাউন্টি। পানিতে তলিয়ে গেছে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায়, হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে সরানো হচ্ছে দুর্গতদের। শনিবার রাত পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন ফ্লোরিডার ২৩ লাখ বাসিন্দা।
দুই দিন আগে ইয়ান ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে অঙ্গরাজ্যেটিতে।