ফ্লোরিডায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রাইড প্যারেডে একটি পিকআপ ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।  খবরে বলা হয়েছে, ঘটনার জন্য দায়ী ট্রাক চালককে আটক করেছে পুলিশ। চালকের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

আটক চালকের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ম্যানর্স স্টোনওয়াল প্রাইড প্যারেডের একজন অংশগ্রহণকারী হিসেবে ধারণা করা হচ্ছে। হুট করে ট্রাকের অ্যাকসেলেটরে চাপ পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

উইলটন ম্যানর্স পুলিশ ডিপার্টমেন্ট জানায়, মর্মান্তিক ঘটনার কারণে প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে। তবে উৎসবের আয়োজন চলবে। ফোর্ট লডেরডেল পুলিশের গোয়েন্দা কর্মকর্তা আলী অ্যাডামসন জানান, ঘটনাটির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।