প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৪ মে স সন্ধ্যায় স্থানীয় ক্রেজি মারিও রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান এর সুস্থতা কামনা করে দোয়া-ও মোনাযাত করা হয়।

উল্লেখ্য, ওয়াশিংটনে বিএনপি জামাত কর্তৃক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও তার সহধর্মিণী মিসেস সাহানারা সিদ্দিকের উপর অতর্কিত হামলা করে আহত করা হয়।

তার শারীরিক অবস্থা উন্নতির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। স্টেট আওয়ামী লীগের সহসভাপতি লায়লা হারুনের সভাপতিত্বে ও স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন সঞ্চালনা করেন।

এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট শ্রমিকলীগের সভাপতি বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা  কুদরত এ খোদা, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জনাব সরকার হারুন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ নেতা জনাব সাঈদ হারুন, যুক্তরাষ্ট্র ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রাকিব, স্টেট আওয়ামী লীগ নেতা সাঈদ মাহবুব, স্টেট আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফ্লোরিডা স্টেট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলম আশু, স্টেট আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু বাংলাদেশ সাধারণ সম্পাদক মিল্টন মজুমদার, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মোর্শেদ, আওয়ামী লীগ নেতা সেলিনা মির্জা, জাহানারা খান বীনা, নাফিসা ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্টেট আওয়ামী লীগ নেতা স্বনামধন্য এফবিটিভির স্বত্তাধিকারী টিটন মালিক, এবিপেকের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইমন করিম, বাংলাদেশ ক্লাবের সভাপতি ও হিন্দু বেঙ্গলি সোসাইটি অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক লিটন মজুমদার, আওয়ামীলীগ নেতা জামির হোসেন, নাজির মির্জা, আব্দুল করিম, আব্দুল হালিম শহীদ, হাবিবুন্নেছা সাজু , ঝুমুন আকতার, হোসনে আরা বেগম ফেরদৌস, ফেরদৌস আকতার, জাহানারা বেগম, ফাতেমা কবির শিল্পী, আব্দুল ওয়াহেদ, সাঈদুজ্জামান, আহমেদুর রহমানসহ আরো অনেকে।