যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্টেট মহানগর আওয়ামী লীগ গঠনের লক্ষ্যে ঈদের পরপরই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকে শক্তিশালী একটি সংগঠন পরিচালনার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্লোরিডা স্টেট এর নেতৃবৃন্দ। সম্প্রতি এক ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নেতৃবৃন্দ এই আশা প্রকাশ করেন।

এফবি নিউজ টোয়েন্টিফোর সেভেন এর চেয়ারম্যান নাঈম খান দাদন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সাঈদ হারুন, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক রফিকুল আলম, সম্ভাব্য সহ-সভাপতি আলম আশু,  সম্ভাব্য সহ-সভাপতি এবিপেক সিইও ঈমন করিম, স্টেট যুবলীগ সভাপতি আওয়াল দয়ান, স্টেট যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ,  ফ্লোরিডা মহিলা আওয়ামী লীগ সভাপতি মোনতাসির খাতুন সিমা, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুন নাহার, স্টেট যু্বলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন, সহ-সভাপতি অসীম কুমার, নারী ফ্লোরিডা সভাপতি সোনিয়া মান্নান খান, স্টেট যুবলীগ এর সহ সভাপতি মিল্টন মজুমদার, স্টেট ‍যুবলীগ সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম শাহিন, স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, এবিপ্যাক সভাপতি আবদুল কাদের, এফবিটিভি এর উপদেষ্টা সাইফুল ইসলাম বুলবুল, এফবিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর ডিরেক্টর এ কে এম হাওলাদার, এফবিটিভি এর ডিরেক্টর রুবি আওলাদ, একতারা ফ্লোরিডা এর সিইও এমরান জনি, বাংলাদেশ ক্লাব সভাপতি ও সম্ভাব্য সাংগাঠনিক সম্পাদক লিটন মজুমদার, বাংলাদেশ ক্লাব সাধারণ সম্পাদক সালাম চাকলাদার, বাংলাদেশ ক্লাব এর সহ সম্পাদক সজীব আহমেদ শামীম, মোঃ মোরশেদ, রাশেদ হোসেন, তাসবির স্বপন, সোহরাব হোসেন, ইঞ্জিনিয়ার মাহফুজ ভুঁইয়া দিপ,    ফ্লোরিডা শাহেদ,  সাইফুল সরকারসহ বিশিষ্ট জনরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক আরশাদ আলী। তিনি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

সভাপতির বক্তব্যে নাঈম খান দাদন বলেন, আগামী দিনে ফ্লোরিডার একমাত্র সংগঠনে রুপ নেবে মহানগর আওয়ামী লীগ। তিনি বলেন, ৬ দফাকে পুঁজি করে আমাদের একমাত্র দাবি নিয়ে লড়ব।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ঈদের পরপরই কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে।

ইফতারের পূর্বে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। ইফতার ও নামাজের বিরতি পরে দ্বিতীয় পর্ব শুরু হয়।

সর্বশেষ সভাপতির বক্তব্যের পর রাতের খাবার পরিবেশন করা হয়।