যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পদে সন্জয় কে সাহা এবং কার্যকারী কমিটিতে আলহাজ শাহীন মাহমুদ কে সদস্য সংযুক্ত উপলক্ষ্যে গত ১৯ সে জুন (বুধবার) সন্ধ্যা সাড়ে আট টায় শিশ নাতুর রেস্তুরায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে এই শূন্যপদে মনোনীতকরণ প্রসঙ্গে বলা হয়, দলীয় প্রধানের নির্দেশ মোতাবেক কার্যনির্বাহী কমিটির সকল শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদের মনোনীত করা হয়।

চিঠিতে সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির মনোনীত দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা ও সততার সাথে স্ব-স্ব দায়িত্ব পালনে সচেষ্ট এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্মার্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সভাপতি নাঈম খান দাদন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে সন্জয় বলেন, ফ্লোরিডার রাজনীতি পকেট রাজনীতি থেকে মুক্ত করবারই তার প্রথম পদক্ষেপ। আগামীতে সকল আওয়ামী পরিবারকে নিয়েই কাজ করবার জন্য আহ্বান জানান তিনি।

নবনিযুক্ত কার্যকারী কমিটির সদস্য শাহীন মাহমুদ বলেন, গত ৩৫ বছরের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য ডঃ সিদ্দিকুর রহমানকে ধন্যবাদ জানাই এবং স্টেট মহানগরের সচ্ছ রাজনৈতিক কর্মকান্ডকে সাধুবাদ জানান।

সাধারণ সম্পাদক এম কে আলমের সঞ্চালনায় সংগঠনের সভাপতি নাঈম খান দাদনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্টেট মহানগর কমিটির সহ-সভাপতি ঈমন করিম, টিটন মালিক, গোলাম মোর্শেদ, সাইফুল ইসলাম বুলবুল, সাঈদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, প্রচার সম্পাদক মিল্টন মজুমদার, অরুন চৌধুরী, মোঃ মাসুদ, স্টেট আওয়ামী লীগের ভারঃ সভাপতি আওয়াল দয়ান, সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, উত্তম দে, স্টেট যুবলীগের সাধাঃ সম্পাদক মোঃ খোরশেদ, সহ-সম্পাদক তানভীর আহমেদ, ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিন্দাস অসিম আব্দুস সালাম।

একই মঞ্চে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির ঊদ্দিন ঝিলু । এসময় তিনি বৈদেশীক রাজনীতিতে এত সোচ্ছার দেখে খুবই প্রশংসা করে বলেন, প্রবাসী জীবনযাপন অত্যান্ত শৃংখল ও কস্টের। আপানারা কর্মজীবনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড এত সুশৃংখলভাবে পরিচালনা করেন যা অত্যান্ত প্রসংশনীয় ও পরিশ্রমের।

এসময় তিনি সবাইকে দেশে গেলে চা চক্রের দাওয়াত গ্রহনের অনুরোধ করেন। সংবর্ধনার সমাপ্তিলগ্নে ২৩ শে জুন রোববার ৭ ঘটিকার প্লাটিনাম ৭৫ প্রতিষ্টা বার্ষিকীতে অংশগ্রহনের জন্য বিশেষ ভাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকী সফল করবার জন্য অনুরোধ জানান।