আজ শেষ হচ্ছে মাসব্যাপী অমর একুশে বই মেলা। বইমেলা প্রাঙ্গণে এখন ভাঙনের সুর। আসরের শেষদিনে দর্শক ক্রেতাদের বাড়তি ভিড় ছিলো কাঙ্ক্ষিত বইয়ের খোঁজে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল পর্যন্ত মোট ৪৮ কোটি টাকারও বেশি বই বিক্রি হয়েছে। আর নতুন বই এসেছে সাড়ে ৩ হাজারের বেশি।

প্রাণের অমর একুশে বইমেলার আজ শেষ দিন। এক মাস ধরে চলা এই আয়োজনের পর্দা নামছে। শেষ দিনটিতে স্বজন, বন্ধুদের সাথে নিয়ে মেলায় এসেছেন দর্শণার্থীরা। এ পর্যন্ত মোট ৬৩ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন দর্শণার্থী এসেছেন এবারের মেলায়।

এবারের মেলায় এসেছে ৩ হাজার ৭৩০টি নতুন বই। সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। শেষ দিনে স্টলে স্টলে ঘুরে শেষ মুহূর্তে পছন্দের বইটি বেছে নেন পাঠকরা।

সমাপনী অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ স্মৃতি পুুরস্কার ও কবি জসীমউদ্দিন স্মৃতি পুরস্কার ঘোষণা করা হয়।  গুণীজন স্মৃতি পুরস্কার ও নান্দনিকতার বিভিন্ন ক্যাটাগরিতে ৭টি প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এ বছরের মেলার ভুল ভ্রান্তিকে শুধরে নিয়ে আগামী বছরের অমর একুশে বইমেলাকে আরো নান্দনিক ও পাঠক বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।