বাঙালির প্রাণের অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি)। এর আগে সংক্ষিপ্ত পরিসরে অমর একুশে বইমেলা হলেও এবারের মাসব্যাপী বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক, দর্শক ও প্রকাশকদের আনাগোনায় মুখরিত ছিল এই বইমেলা।
মেলার শেষ হওয়ার আগের দিন সোমবার মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা মেলে ক্রেতাদের বেশ আগ্রহের সাথে বই কেনার দৃশ্যে। শিশু থেকে তরুণ, তরুণ থেকে বয়স্ক, সকল শ্রেণী পেশার মানুষের দেখা মেলে মেলার স্টলগুলোতে। প্রকাশকরা বলছেন, অর্থনৈতিক মন্দার কারণে গতবারের চেয়ে এবারের বই মেলায় ৩০-৪০ শতাংশ বই কম বিক্রি হয়েছে।
বিক্রেতারা জানান, এবারের মেলায় নারী ক্রেতাদের সংখ্যা বেশি। মেলায় মূলত তরুণদের বই তরুণরাই বেশি কিনছে, আগের লেখকদের বই বেশি কিনছেন সিনিয়ররা। এবারের মেলায় ৪৭০ টি বইয়ের স্টলে ৩৩০৭ টি নতুন বই এসেছে।
মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সমাপনী অনুষ্ঠান হচ্ছে। শেষ দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।
অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বিকেল ৫টায় শুভেচ্ছা বক্তৃতা দেবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৩’-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব মো আবুল মনসুর। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২২, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩ এবং অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিভিন্ন গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।