বগুড়া শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
আইএফআইসি ব্যাংকের শাখা ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংককিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যায়। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে।
ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক ফাহমিদা ফিরোজ চুরির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার ব্যাংকের কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রাখা হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা ভাঙা অবস্থায় পাই। ভেতরে কোনো টাকা অবশিষ্ট ছিল না।
উপশাখায় ৪ জন কর্মকর্তা-কর্মচারি কর্মরত ছিল বলে জানান তিনি। কিন্তু কোন নৈশ প্রহরী ছিল না। ব্যাংকে কোন সিসি ক্যামেরা নেই।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংকে নিরাপত্তা ব্যাপক ঘাটতি ছিল।