বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা চলাকালে হামলার ঘটনায় বিজিবির গুলিতে চারজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ হামলা ও গুলির ঘটনা ঘটে।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিজিবির গুলিতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকরা কেন্দ্রে থাকা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এতে চারজন নিহত হয়েছেন। এ নিয়ে গাবতলীতে ভোটের সহিংসতায় বুধবার পাঁচজনের মৃত্যু হলো।

এর আগে দুপুরে গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪০) নামে এক যুবক নিহত হন। রামেশ্বরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাইগুলি উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।