দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় জানায়, আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’
ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে জানছে চাইলে তিনি বলেন, ‘এত আগে থেকে এ বিষয়ে কিছু বলা যাবে না। আগে থেকে বললে ভুলের সম্ভাবনা অনেক বেশি থাকে।’
গতকাল ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণনবায়ু সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে সাগরের ওই এলাকায় আগামী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ৭-৮ মে লঘুচাপ তৈরি হতে পারে।’
এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর নদ নদীর পানি অব্যাহতভাবে কমছে ফলে ওই এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতকীকরণ করণ কেন্দ্র। পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে ও ভারী বৃষ্টিপাত না হওয়ায় উজানের ঢল কমে গেছে বলে জানিয়েছে বন্যা পূর্ব আভাস কেন্দ্র।