বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।

এর আগে এ মামলায় খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ। বুধবার (২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের ওইদিন ধার্য করেছিলেন।

ওইদিন খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন, আর খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি করেন আইনজীবীরা। ওইদিন শুনানি শেষ না হওয়ায় আজ ২৭ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আদালত।