সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা দিয়েছেন। এছাড়াও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের পাশাপাশি তার ভাই শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন।

তিনি তার অন্য ভাই শেখ তাহনউন বিন জায়েদ আল-নাহিয়ান এবং শেখ হাজ্জা বিন জায়েদ আল-নাহিয়ানকে আবুধাবির উপ-শাসক হিসাবে নিযুক্ত করেছেন।

৪১ বছর বয়সী নতুন ক্রাউন প্রিন্স শেখ খালেদ ইতোমধ্যেই আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং আবুধাবি এক্সিকিউটিভ অফিসের চেয়ারম্যান। তিনি আমিরাতের সাম্প্রতিক অনেক বড় উন্নয়ন প্রকল্পের তদারকি করেছেন।

শেখ খালেদ ইউএই জিনোমিক্স কাউন্সিল, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির এক্সিকিউটিভ কমিটি এবং অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলসহ বেশ কয়েকটি বোর্ডের চেয়ারম্যান। তিনি বিবাহিত। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

শেখ তাহনউন, যিনি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং একটি বৃহৎ ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন, তাকে আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির দ্বিতীয় বৃহত্তম সম্পদ তহবিল মুবাদালার চেয়ারম্যান হিসেবে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক শেখ মনসুরের সঙ্গে নিজেকে যুক্ত করেন।

শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রথম প্রেসিডেন্ট এবং ১৯৭১ সালে দেশ সৃষ্টির পেছনে তার অবদান রয়েছে। তখন থেকে ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত আমিরাত শাসন করেন। এরপর আমিরাতের প্রেসিডেন্ট হন তার জ্যেষ্ঠ পুত্র শেখ খলিফা। ২০২২ সালে তার মৃত্যু হলে এই পদে দায়িত্ব পালন করেছেন শেখ মোহাম্মদ।