সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ১-১’এ সিরিজ সমতায় এনেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন-শান্তরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১৭০ রান করে সহজ জয় পায় বাংলাদেশ। দলের পক্ষে ৩৮ বলে সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (৬ মার্চ) সিলেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। প্রথম ব্যাট করে স্বাগতিকদের ১৬৬ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে পাঁচ উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। এতে ব্যাটে বলে দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ।

১৬৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দুজনের ব্যাটে ভর করে উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৩ রান তোলে বাংলাদেশ।

তবে ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ২২ বলে ২৬ রান করে পাথিরানার বলে ক্যাচ আউট হন তিনি। এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাজমুল হাসান শান্ত। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগোতে থাকে টাইগাররা।

হৃদয় কিছুটা ধীর গতিতে ব্যাট করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলায় শান্ত। শেষ পর্যন্ত হৃদয়ের ২৫ বলে ৩২ রান এবং শান্তর ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আট উইকেট ও ১১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। শেষ বলে ছক্কা মেরে নিজের ফিফটি ও ম্যাচ জেতান অধিনায়ক শান্ত।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারিরা। দলীয় ১ রানে লঙ্কান ওপেনার আভিশকা ফারনান্দোর উইকেট তাসকিন আহমেদ তুলে নিলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এরপর, ৯২ রানের মাথায় টপ ওর্ডারের আরো ৩ ব্যাটার বিদায় নিলে  ৫ উইকেটে ১৬৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

সফরকারিদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া ৩৬ রান করেছেন কুশল মেন্ডিস। আর বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন, মাহেদি, মুস্তাফিজুর ও সৌম্য।