দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। মোশাররফ করিম অভিনীত তুমুল জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মহানগর’। এতে তিনি অভিনয় করেছেন ওসি হারুন চরিত্রে। সিরিজটির প্রথম পর্ব শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন দ্বিতীয় পর্বের।

কবে আসবে ‘মহানগর-২’ প্রশ্নটি অনেকের মনেই উঁকি দিচ্ছিল। গতকাল (বুধবার) রাতে ওটিটি মাধ্যম হইচই বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হলো, রোজার ঈদেই আসছে ‘মহানগরে’র পরের পর্ব।

কেমন হবে এবারের ‘মহানগর’ এ প্রসঙ্গে সিরিজটির নির্মাতা আশফাক নিপুন বলেন, “যখন ‘মহানগর’ বানাচ্ছিলাম তখন ভাবিনি এত সাড়া ফেলবে। এরইমধ্যে মুক্তির দুই বছর হয়ে গেছে। এখনও আমাকে সব জায়গায় একটা প্রশ্নই শুনতে হয়। ‘মহানগর-২’ কবে আসবে। এমনকি আমি যখন ওটিটি নীতিমালা নিয়ে কথা বলছিলাম তখনও অনেকে কমেন্ট করেছেন, ভাই এসব রাখেন। বলেন ‘মহানগর’ কবে আসবে।”

তিনি আরও বলেন, “আমি এমন এক গল্প খুঁজছিলাম যেটা দিয়ে সিস্টেমকে খোঁচা দেয়া যায়। এবার যে গল্পটি বলব সেটা ‘মহানগরে’র চেয়েও বড় সমস্যার গল্প। এরজন্য হয়তো আমাকেও বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে।”

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “আমার কাছে ‘মহানগর’ শুরু থেকেই একটি চ্যালেঞ্জ ছিল। আমরা যারা এখন ওটিটিতে কাজ করছি তারা জানি এখানে ওই থিয়েটারের ব্যাপারটা আছে। যত সময় লাগুক অসুবিধা নেই। কাজটা ভালো হতে হবে। ‘মহানগর’ ভালো হয়েছে। ‘মহানগর টু’ আশা করছি আরও ভালো হবে।”

‘মহানগর’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ। তবে দ্বিতীয় অধ্যায়ে অন্য চরিত্রগুলোতে কারা থাকছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।