যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা ও জর্জিয়ায় হারিকেন হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জন হয়েছে। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে নৌকা, হেলিকপ্টার ও বড় যানবাহন ব্যবহার করছেন কর্মকর্তারা। ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় এর আগে এত শক্তিশালী ঝড়ের আঘাত হানার ইতিহাস নেই। খবর বিবিসি ও রয়টার্সের।
ক্যাটেগরি-৪-এর এই ঘূর্ণিঝড় স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রবেশ করে। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বীমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, এই ঝড়ের কারণে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলাওে পৌঁছাতে পারে।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডা উপকূলের কিছু অংশে ১৫ ফুট (৪.৫ মিটার) পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে জলোচ্ছ্বাসের মাত্রা কমে আসবে, তবে ভূমিধস, তীব্র বাতাস ও বন্যার হুমকি থেকেই যাচ্ছে। কোথাও কোথাও ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।