ফেনীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমীর শোভযাযাত্রার ব্যয় বানবাসীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২৪ শে আগস্ট) সকালে জন্মাষ্টমীর উদযাপন পরিষদের নেতারা বৈঠক শেষে বর্নিল শোভাযাত্রার টাকা বন্যার্তদের দেয়ার সিদ্ধান্ত নেয়।

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সামর্থ্য অনুযায়ী পোশাক, শুকনো খাবার থেকে নগদ টাকা টাকা তুলে দিচ্ছেন বানবাসীদের জন্য। এছাড়াও বিএনসিসি প্রশিক্ষপ্রাপ্ত সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছে।

জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতারা কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার্তদের ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেছে। অন্যদিকে টুয়েন্টি টাকা ফাউন্ডেশন নামে একটি কিশোর দল নাটোরের সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ থেকে বন্যার জন্য অর্থ সংগ্রহ করেছেন।