আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে চুক্তির মেয়াদ ছিল চন্ডিকা হাথুরুসিংহের। তবে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পরই লংকান কোচকে আগেই সরিয়ে দেওয়ার আভাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাই-ই হলো। সাউথ আফ্রিকা সিরিজের আগেই দ্বিতীয় দফায় কোচ হয়ে আসা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি ঘটল। বরখাস্ত করা হয়েছে তাকে। অসদাচরণের অভিযোগে হাথুরুসিংহেকে নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল জানিয়েছেন, এই সময়ের জন্য হাথুরু সাসপেন্ড থাকবেন।
ভারতে একটি ব্যর্থ সফর শেষে দেশে ফিরে, মঙ্গলবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন সেশনে ছিলেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময় ক্রিকেট নাসুম আহমেদকে শারিরিকভাবে হেনস্তা, বিসিবির শর্তের বাইরে অনুমোদন ছাড়া অতিরিক্ত ছুটি কাটানোর অভিযোগে তাকে বরখাস্ত করার গুঞ্জণ ছিলো মঙ্গলবার সকাল থেকেই।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে হাথুরুসিংহের চুক্তির মেয়াদ ছিলো আগামী বছর ফেব্র“য়ারি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে।
বিসিবির পক্ষ থেকে তাকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান হাথুরুসিংহেকে বরখাস্ত করার কথা।
হাথুরুসিংহেকে বরখাস্ত করার দিনেই বিসিবি নতুন কোচের নাম ঘোষণা করেছে। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।
দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব চন্দিকা হাথুরুসিংহেকে দেয়া হয়েছিলো ২০২৩ সালের ফেব্র“য়ারি মাসে। এর আগে প্রথম দফায় তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন।