ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএল ক্রিকেট থেকে বিদায় নিলো সিলেট। আজ শনিবার দিনের প্রথম ম্যাচে বরিশাল ১৮ রানে জয় লাভ করে।

চট্টগ্রামে টসে জিতে বরিশাল শুরুতে ব্যাট করে। উদ্বোধনী ব্যাটার শেহজাদ ১১ বলে ১৭ রান করে। অধিনায়ক তামিম ৩টি চার হাঁকিয়ে ১৮ বলে ১৯ রান করে ফেরেন সাজঘরে। দুজনের উইকেটই শিকার করেন তানজিম সাকিব।

এরপর কাইল মেয়ার্স আর সৌম্য সরকারের ক্রিজে নামেন। তবে সৌম্যও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৮ বলে ৮ রান করেন তিনি।

এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স। দুজনে ৮৪ রানের জুটিতে বরিশাল পায় বড় পুঁঁজির ভিত। তিনটি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করে বিদায় নেন মেয়ার্স, তবে মুশফিক তুলে নেন অর্ধশতক।

শেষদিকে মেহেদী হাসান মিরাজের ৭ বলে ১৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বলে অপরাজিত ১২ রানের দুই ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে বরিশাল।

জবাবে ব্যাটে নেমে গেল্ডন ডাক মারেন সিলেটের হ্যারি টেক্টর ও নাজমুল হোসেন শান্ত। জাকির হাসানও সুবিধা করতে পারেননি। অ্যাঞ্জেলো পেরেরা, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্লরা ব্যর্থতার পরিচয় দিলে চাপ বর্তায় বেনি হাওয়েল ও আরিফুল হকের কাঁধে।

চাপের মুখে অর্ধশতক হাঁকান দুজনই, তবে তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। হাওয়েল ৩২ বলে ৫৩ ও আরিফুল ৩১ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ২ উইকেট হাতে রেখে ১৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।