আর্জেন্টাইনদের প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমের কথা পৌঁছে গেছে আর্জেন্টিনাতেও। বাংলাদেশকে নিয়ে আর্জেন্টিনাতে এখন মাতামাতি হয়। ক্রিকেট মাঠে বাংলাদেশের বিজয়ের খবর প্রচার করা হয় আর্জেন্টিনার গণমাধ্যমেও। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইনদের প্রতি বাংলাদেশিদের ভালোবাসায় বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন একটি টুইটে, মেসিদের শিরোপা জয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের একটি ভিডিও শেয়ার করে ধন্যবাদ জানায়। সঙ্গে ভারত ও পাকিস্তানকেও ধন্যবাদ জানিয়েছে সেই টুইটে।
নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টিনা ফুটবল ফেডারশন লিখেছে, ধন্যবাদ বাংলাদেশ। আপনাদের সুন্দর সমর্থনের জন্য ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। আর্জেন্টিনার প্রতিটি জয়ে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্বফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের ভিডিও শেয়ার করেছে। এবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ধন্যবাদও কুড়িয়ে নিল বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা।
লুসাইল স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা। উচ্ছ্বাসে ভেসে গেছে মেসির পরিবারও। লিওর তিন ছেলে থিয়াগো, সিরো আর মাতেওর সঙ্গে পুরো পরিবার ফ্রেম বন্দি হয় সময় সংবাদের ক্যামেরায়। গণমাধ্যমকর্মীদের দেখে তারা ‘বাংলাদেশ’ ’বাংলাদেশ’ বলে স্লোগান দিতে থাকেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মেসির পরিবারের সদস্যরা নেচেগেয়ে উঠেন।
ভামোস আর্জেন্টিনা বলে গান গাইতে গিয়ে ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে উচ্ছ্বাস করতে থাকেন তারা। আলবিসেলেস্তেদের অকুণ্ঠ সমর্থন দেয়ায় বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের। তিনি বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক আছে বলে জেনেছি। তারা মেসিকে খুব ভালোবাসে। মেসির প্রতি তাদের এমন ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলাদেশিদের আমিও ভালোবাসি।’
এর আগে মেসি-ডি মারিয়াদের কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন।
ফিফা বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে নিলেন মেসি-ডি মারিয়ারা।