সাকিব আল হাসানকে ক্রিকেটে ফেরানোর দাবি নিয়ে এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছে তার ভক্ত, সমর্থকরা। শুক্রবার দুপুরের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার নিয়ে সাকিব আল হাসানের ভক্তরা জড়ো হন।
সাকিব আল হাসানকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র করলে তারা মেনে নেবে না বলেও এ সময় স্লোগান দেন। ঘরের মাঠে দক্ষিন আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেয়ার কথা ছিলো সাকিবের।
সাধারণ ক্রিকেটপ্রেমীদের প্রতিবাদ এবং নিরাপত্তাজনিত কারণে সরকার সাকিবকে আপাতত দেশে না আসার পরামর্শ দিয়েছিল। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে বিদায় নেওয়ার সুযোগ হচ্ছে না তার। শুক্রবার প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে তার বদলি হিসেবে হাসান মুরাদের নামও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর মধ্যেই বিকেল ৩টা থেকে মিরপুর স্টেডিয়ামে দুই নম্বর গেটের সামনে জড়ো হন কিছু সাকিবভক্ত। ব্যানার হাতে সাকিবের পক্ষে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তারা মাঠ থেকেই সাকিবকে বিদায় দিতে চান।
ভক্তরা বলছেন, সাকিব যেন এই মিরপুর স্টেডিয়াম থেকে বিদায় নিতে পারেন। ১৭ বছর ধরে উনি দেশকে সেবা দিয়েছেন। আমরা তাকে মাঠ থেকে বিদায় দিতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে আমরা দলে চাই।
অন্যদিকে সাকিববিরোধী পক্ষ বৃহস্পতিবার বিক্ষোভের পাশাপাশি বিসিবি কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। সাকিব যেন দেশের মাটিতে আর খেলতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা বলা হয় স্মারকলিপিতে।