এশিয়ান গেমস হকি বাছাইয়ের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওমান। রোববার (১৫ মে) ফাইনালে ওমানের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। এই হারে, টানা ১০ আন্তর্জাতিক ম্যাচে জয়ের পর পরাজয়ের মুখ দেখলো ইমান গোপিনাথনের শিষ্যরা।

প্রথম কোয়ার্টারেই তিন গোল দিয়ে ম্যাচটি অনেকটা নিজেদের করে নেয় ওমান। তৃতীয় কোয়ার্টারে আরও এক গোল দিয়ে ব্যবধান ৪-০ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ একটি গোল দিলে ব্যবধান ৪-১ হয়। ৫১ মিনিটে পঞ্চম ও ৫৯ মিনিটে ষষ্ঠ গোল করে ব্যবধান ৬-১ করে ওমান।

শেষ মিনিটে বাংলাদেশের ফজলে রাব্বি গোল দিলে ব্যবধান কমিয়ে ৬-২ করে বাংলাদেশ। যদিও গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বের খেলা আগেই নিশ্চিত করেছে জেমি, আশরাফুলরা।