টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী মাসের শুরুতেই। তবে নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ঠিক আগে পিসিবি গভর্নিং বডিকে চিঠি লিখে জানিয়েছে যে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি এতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করেছে। ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

বাংলাদেশের বিষয়টি সমাধানের জন্য বুধবার (২১ জানুয়ারি) আইসিসি একটি বোর্ড সভা ডেকেছে বলে জানা গেছে। তবে আইসিসিকে পিসিবির এমন মেইল বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে বারবার বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে, যেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে একটা সমাধান হওয়ার কথা।

বিষয়টি শুরু হয়ে আইপিএলের দল কলকাতা থেকে মোস্তাফিজকে বাদ দেয়ার পর থেকে। কলকাতা কেন মোস্তাফিজকে দলে নেয়ার পর আবার বাদ দিল তা স্পষ্টভাবে না জানালেও, রাজনৈতিক অস্থিরতার কারণ হিসেবে টাইগার পেসারকে বাদ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরপরেই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে বাংলাদেশ দল ভারতে তাদের ম্যাচ খেলবে না।