বাংলাদেশের ৫০ বছর স্বাস্থ্যের অগ্রগতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের কনস্যুলেট জেনারেল, মায়ামি কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশিষ্ট পণ্ডিতগণ, বিদেশি অতিথিবৃন্দ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) বাংলাদেশি শিক্ষকবৃন্দ, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসও-এফআইইউ) প্রতিনিধি, মায়ামির বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এবং মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বইটির সম্পাদক আহমেদ মুশতাক রাজা চৌধুরী (অধ্যাপক, কলম্বিয়া ইউনিভার্সিটি, মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ) বইটির উপর মূল বক্তব্য উপস্থাপন করেন। গত পাঁচ দশকে বাংলাদেশ কীভাবে স্বাস্থ্য সুবিধা ও পরিষেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করে বহুগুণে বিকশিত হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে তিনি পেশাদার এবং প্যারা-প্রফেশনালদের প্রশিক্ষণ প্রদানের জন্য সরকারের উদ্যোগের গুরুত্ব এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বেসরকারী সংস্থাগুলিকে (এনজিও) সক্রিয়ভাবে জড়িত করার বিষয়েও আলোচনা করেন।

পরে সুলতান সালাহউদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া, অভিজিৎ বড়ুয়া, আবু শোনচয়, মার্টি ইকোলস এবং অ্যান্থনি সিলভাগনি ফার্ম ডি বই এবং বাংলাদেশ সম্পর্কে তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে সমস্ত স্বাস্থ্য-সম্পর্কিত প্যারামিটারে অগ্রগতি করেছে এবং স্বাস্থ্যসেবা খাতে আরও উন্নয়নের সুযোগ চিহ্নিত করার চেষ্টা করেছে।

কনসাল জেনারেল এই বিষয়ে সমাপনী বক্তব্য রাখেন যেখানে তিনি সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশের স্বাস্থ্য সংক্রান্ত অর্জনের তাৎপর্যের উপর জোর দেন।

পরে বাংলাদেশ কালচারাল ইনস্টিটিউট অব ফ্লোরিডা (বিসিআইএফ) সদস্যদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।